Khoborerchokh logo

গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় তুলার গুদামে অগ্নিকাণ্ড,ব্যাপক ক্ষয়ক্ষতি। 225 0

Khoborerchokh logo

গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় তুলার গুদামে অগ্নিকাণ্ড,ব্যাপক ক্ষয়ক্ষতি।

আলমগীর কবীর:
গাজীপুর মহানগরের পূবাইলের কুদাব,কাজীবাড়ী এলাকায় সোমবার (২১ ডিসেম্বর)২০২০ইং সকাল সাড়ে ১০টার দিকে রহমান এন্টারপ্রাইজ নামের এক গার্মেন্টসের ঝুট থেকে তুলা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।তাৎক্ষনিক খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।উৎসুক জনতার কেউ কেউ বলছেন, বিদ্যুৎ এর সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ড ঘটে । আবার কেউকেউ ধারনা করছেন,কারখানার ভিতরে সিগারেটের ফেলে দেওয়া অংশ থেকে আগুন লাগতে পারে । টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান,প্রায তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।কারখানায় অগ্নিনির্বাপক কোনো ব্যবস্থা,এমনকি পানিরও ব্যবস্থা ছিল না।আগুনে পুড়ে যাওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।কর্মরত শ্রমিকদের হতাহতের ঘটনাও ঘটেনি ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com